পুরুলিয়া ২: একই মন্দিরে পুজো পেয়ে আসছেন দেবী কালী এবং মুসলমানদের পীর বাবা। প্রায় পাঁচশো বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বার্তা ব
একই মন্দিরে পুজো পেয়ে আসছেন দেবী কালী এবং মুসলমানদের পীর বাবা। প্রায় পাঁচশো বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বার্তা বহন করে আসছে হিড়বহাল গ্রাম ৷ পুরুলিয়ার ২ নম্বর ব্লকের এই গ্রামে একই মন্দিরে ভদ্রকালী ও পীরের উপাসনায় যোগ দেন বহু মানুষ। পীর বাবাকে সত্যনারায়ণ রূপে পুজো করেন পুরোহিত ৷ এই মন্দিরটি ‘মা ভদ্রকালীর এবং সত্য পীরের মন্দির’ নামে পরিচিত।