কলকাতা: কালীঘাটে কালীপুজোয় ভক্তদের ঢল
কালীপুজোর পবিত্র দিনে সোমবার ভোর থেকেই কালীঘাট মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। মা কালীকে দর্শন ও পূজা দেওয়ার জন্য শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সকাল থেকেই মন্দিরে ভিড় জমাচ্ছেন। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা মন্দির চত্বর ও আশপাশের এলাকা। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার দিকেও রাখা হয়েছে কড়া নজর।