পুরুলিয়া ২: টামনা থানার কোটলুই এলাকায় বিদ্যুতের শকে যুবকের মৃত্যু, দেহ আনা হলো পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়াড়া মর্গে
বিদ্যুতের সাথে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে টামনা থানা এলাকায় । মৃত যুবকের নাম কিষানু রক্ষিত । বাড়ি এই থানারই কোটলুই গ্রামে । আজ সকালে বিদ্যুতের সঙ্গে টোটোর ব্যাটারির চার্জ ডিসকানেকশন করার সময় ঘটনাটি ঘটে । পুরুলিয়া সদর হাসপাতালে মৃত ঘোষণা করা হয় তাকে । দেহটি দুপুরে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়ারা মর্গে নিয়ে আসা হয় ।