৩৮ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সারা ভারত কৃষক সভা পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার। সেই সভা সফল করার উদ্দেশ্যে পোতনা পুরসা অঞ্চলের পুরসা গ্রামে হাসপাতাল পাড়ায় পোস্টার লাগানো হলো। মূলত আগামী ৭ নভেম্বর ২০২৫ প্রকাশ সমাবেশ অনুষ্ঠিত হবে শহর বর্ধমানে আর তার আগেই শনিবার দুপুর একটাই সেই পোস্টার লাগানোর কাজ করলো পুরসা গ্রামের কমরেডগন।