পুঞ্চা: পুঞ্চা থানা এলাকার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের
Puncha, Purulia | Oct 18, 2025 গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানা এলাকার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের। আবগারি দপ্তর সূত্রে শনিবার রাত্রি নটা নাগাদ জানা যায় বরাকোচা,বাঁধবহাল,জয়নগর,ছাতাপাথর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদ ও ১৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়। এছাড়াও একাধিক মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় সাথে ৯ টি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।