ফরিদপুর দুর্গাপুর: DMC ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের INTUC উদ্যোগে সাফাই কর্মীদের বিভিন্ন সমস্যা ও বেতনের দাবিতে সিটি সেন্টারে মিছিল
ডি.এম.সি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের আই এন টি ইউ সি উদ্যোগে, সাফাই কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবিতে, দুর্গাপুর মিউনিসিপাল করপোরেশনের বেতন বৈষম্যের প্রতিবাদে, গান্ধী মোড় থেকে দুর্গাপুর পুরসভা পর্যন্ত মিছিল সংগঠিত করা হয় সোমবার বেলা দেড়টায়। এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আই এন টি ইউ সির সভাপতি তথা ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী সুভাষ সাহা মহাশয়, হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট