দিনহাটা ২: ভেটাগুড়িতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর বাড়িতে দুর্গাপূজায় ভিড় পূর্ণার্থিদের
ভেটাগুড়িতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর বাড়িতে দুর্গাপূজায় ভিড় পূর্ণার্থিদের। বুধবার নবমীর সন্ধ্যা ৭:৪০ মিনিটে এমনই চিত্র ধরা পড়ল। প্রসঙ্গত উত্তরবঙ্গের ভেটাগুড়ি মানেই কিন্তু মনে আসে নিশীথ প্রামাণিক এর বাড়ি। আর সেই বাড়িতেই উত্তরবঙ্গের বৃহৎ গণেশ আরাধানা থেকে শুরু করে দুর্গাপূজা নজর কেড়েছে অনেকের মনে। আজ নবমীর সন্ধ্যায় ঠিক একই রকম ভিড় চোখে পড়ে। জানা যায় সপ্তমী থেকেই পূণার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করে থাকেন নিশীথ।