কৃষ্ণনগর ১: এক নাবালিকাকে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে চেন্নাইয়ে নিয়েগিয়ে আটকে রাখার অভিযোগে ১ যুবককে গ্রেফতার করে আদালতে পেশ পুলিশের
পুলিশ সূত্রে জানা গিয়েছে মাসকয়েক আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই নাবালিকার।পরবর্তীতে তাদের যোগাযোগ বাড়ে।গত ৫ই আগস্ট ওই নাবালিকার পরিবার চাপরা থানায় এসে অপহরণের অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চাপড়া থানার পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে ওই যুবক নাবালিকাকে চেন্নাইএ আটকে রেখেছে। চাপড়া থানার পুলিশ গতকাল নাবালিকাকে চেন্নাই থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃত যুবককে পেশ করা হয় আদালতে।