রানিবাঁধ: খাতড়ায় তৃণমূলের বিজয়া সম্মেলন, উপস্থিত জেলা সভাপতি ও মন্ত্রী
খাতড়া বাজারের দাসের মোড়ে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হল খাতড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়, রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, খাতড়া ব্লক তৃণমূলের সভাপতি তরুণ পাত্র, রানিবাঁধ ব্লক তৃণমূলের সভাপতি উত্তম কুম্ভকার সহ জেলার একাধিক নেতৃত্ব।