দাসপুর ১: সুলতান নগর গোপিগঞ্জ রাজ্য সড়কের হরি তলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা
সুলতান নগর গোপিগঞ্জ রাজ্য সড়কের হরি তলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় - এক মহিলার মৃত্যু। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ। ঘটনা দাসপুর ২ নম্বর ব্লকের সুলতান নগর গোপিগঞ্জ রাজ্য সড়কের হরিতলায়, এক স্কুলছাত্রীকে নিয়ে বুলেট গাড়িতে পরীক্ষা কেন্দ্রে যাবার পথে হরিতলা বাসস্ট্যান্ডের কিছুটা এগিয়ে এক মহিলা রাস্তা পারাপারের মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে ধাক্কা।