মথুরাপুর ২: রান্না পুজোতে বাজারে ইলিশ মাছের দাম দ্বিগুণ অসুবিধায় পড়েছেন সাধারণ জনগণ
আজ প্রায় বাঙ্গালীর ঘরে ঘরে রান্না পুজা এই রান্না পুজোর সময় প্রত্যেক বাঙালির দরকার হয় ইলিশ মাছের এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বাজারে সেরকম ইলিশ দেখা যায়নি ফলে যেটুকু বাজারে ইলিশ মাছ আছে তার দাম গীগুন ফলে সাধারন জনগণ কিনতে পারছে না এই ইলিশ মাছ। আর এ বিষয়ে আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন রায়দিঘি ফিশারম্যান ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অলক হালদার।