রায়গঞ্জ: অষ্টমীর রাতের প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ে মণ্ডব ও মূর্তি, বাধা উপেক্ষা করেও নতুন মূর্তিতে পুজো চলছে পূর্বাশা পাড়ায়
অষ্টমীর রাতের প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ে মণ্ডব ও মূর্তি, বাধা উপেক্ষা করেও বুধবার নতুন মূর্তিতে পুজো চলছে পূর্বাশা পাড়ায়। এদিন বিকেলে পূর্বাশা পাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সম্পাদক সম্বিত চ্যাটার্জি জানান অষ্টমী রাতের ঝড়ের পরেই তারা দেখতে পায় মায়ের মূর্তি ভেঙে গিয়েছে। প্যান্ডেল ভেঙে পড়েছে। রীতিমতো এই অবস্থায় সকলে ভেঙে পড়েছিল তারপর পাড়ার সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আবার মন্দিরে মায়ের মূর্তি এনে নবমীর পুজো শুরু হয়।