বালুরঘাট: জমিতে কীটনাশক দিতে গিয়ে বিষক্রিয়া, বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল কৃষকের
জমিতে কীটনাশক দিতে গিয়ে বিষক্রিয়ায় মৃত্যু হল রক যুবকের। মৃতের নাম কল্লোল ঘোষ(৩০)। পেশায় কৃষক। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বড় কাশিপুরে। জানা গিয়েছে, ষষ্ঠীর দিন অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যায় ওই যুবক। মঙ্গলবার দুপুরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। এদিন বিকেল সাড়ে পাঁচটায় দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।