ধূপগুড়ি: নাগরাকাটার জলঢাকা নদীতে একটি মাত্র প্রতিমা বিসর্জন হয়েছে
নাগরাকাটার জলঢাকা নদীতে একটি মাত্র প্রতিমা বিসর্জন হয়েছে।উল্লেখ্য আজ লক্ষিবার বলেই কেউই আজ প্রতিমা বিসর্জন দেয়নি।আগামী শুক্রবার গোটা নাগরাকাটা ব্লকের ১৪টি চাবাগানের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আজ একটি প্রতিমা বিসর্জন হলেও বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল প্রশাসন। আজ হঠাৎ করে জলঢাকা নদীতে জল বেড়ে যায়।কিন্তু তাতে কোন সমস্যা হয়নি।কারন প্রশাসন যথেষ্ট ততপর ছিল। কারন এর এই নদী পারাপার করতে গিয়ে বিভিন্ন সময়ে প্রায় ছয়জনের মৃত্যু হয়েছিল।