পুরুলিয়া ১: চাকো তোড় আঞ্চলিক বিজেপি কার্যালয়ে মন্ডল টু এর সংগঠনিক বৈঠক ,উপস্থিত বিধায়ক
সামনে বিধানসভা নির্বাচন তার আগে সমস্ত রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে তাদের দলকে আরো দৃঢ় ও শক্তিশালী করতে। সেই নির্বাচনকে সামনে রেখে এদিন দুপুরে চাকলতোড় আঞ্চলিক বিজেপি কার্যালয়ে বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠক উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক, মন্ডল টু এর সভাপতি বিকাশ রেওয়ানি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।