খোয়াই: বনকর দশমিকঘাটে এলাকায় বাংলাদেশী চোরের দল গবাদি পশু চুরি করতে ব্যক্ত হয়
Khowai, Khowai | Oct 3, 2025 গতকাল গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত বনকর দশমিকঘাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে গবাদি পশু ঘরের দরজা ভেঙ্গে চুরি করে নিয়ে পালানোর সময় বাড়ির মালিকদের পেয়ে যায়। সেই সুযোগে চোরের দল গবাদি পশু রেখে খোয়াই নদীর উপর দিয়ে বাংলাদেশে চলে যায়।