মানিকচক: বন্য দুর্গত মানুষদের স্বাস্থ্যপরিসেবায় সাহেব রাম তলায় বিশেষ শিবির করলো বামেরা
বন্যা দুর্গত ছিল গোটা ভূতনি। সর্বত্র এলাকার মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছিল। তবে বর্তমানে জল নেমেছে স্বস্তি ফেলেছে ভূতনিবাসীর। বন্যা দুর্গত এই সমস্ত এলাকার বাসিন্দাদের যাতে কোনরকম রোগবি রোগ না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য রেখে বামেদের উদ্যোগমতো সাহেব রংটোলা একটি স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করতে শিবির করা হলো।ডঃ ফুয়েড আলম ও তার চিকিৎসকদের একটি দল পৌঁছে বিভিন্ন প্রান্তের মানুষের স্বাস্থ্য পরীক্ষা করল এবং প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা।