তুফানগঞ্জ ১: তুফানগঞ্জ নিউটাউন ক্লাবের ৬৩ তম দুর্গাপূজার মূল থিম রামেশ্বরম মন্দির
সোমবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন পূজা কমিটির তরফে। পৌর সভার ১২ নম্বর ওয়ার্ডের হরির ধাম হাইস্কুলে এই পুজো অনুষ্ঠিত হয়। মোট বাজেট ১৪ লক্ষ টাকা।ইতিমধ্যে দর্শনার্থী ভিড় করতে শুরু করেছে পান্ডেলে।