বরাবাজার: বলরামপুর হাটে গরু মহিষ নিয়ে যাওয়ার সময় পুরুলিয়া বরাবাজার রাস্তায় সৃষ্টি যানজট, প্রশাসনকে সমাধানের আবেদন BJP নেতার
মঙ্গলবার বলরামপুরে পশুহাট। রাজ্যের নামকরা হাট এর মধ্যে একটি। যেখানে গরু মহিষ কেনা বেচায় রাজ্যে প্রথম সারির তালিকায় রয়েছে। সোমবার দুপুর থেকে শুরু করে সারারাত ধরে সারারাত ধরে গরু মহিষ নিয়ে বেপারীরা পুরুলিয়া বলরামপুর পুরুলিয়া বরাবাজার রাস্তায় বেপরোয়া ভাবে নিয়ে যায়। ফোনে যানবাহন চলাচলের ক্ষেত্রে মানুষ চরম সমস্যার সম্মুখীন হয় প্রতিনিয়ত। যেকোনো সময় বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারে সারা রাস্তা জুড়ে গরু মহিষ চলার কারণে। বিষয়টি নিয়ে ভারতীয় জনতা পার্টির ব