বিশালগড়: চড়িলাম H/S স্কুলে প্রাকৃতিক দুর্যোগের উপর মগডিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
বুধবার দুপুরে চড়িলাম H/S স্কুলে প্রাকৃতিক দুর্যোগের উপর ভিত্তি করে মগডিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের নারায়ণ চন্দ্র রায়, বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের লিডিং ফায়ারম্যান রঞ্জিত দাস, ফায়ারম্যান সাধন দেবনাথ সহ স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকারা।