নলহাটি ১: নলহাটি পাথর শিল্পাঞ্চলে বিদ্যুতের তারের সঙ্গে ডাম্পারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ডাম্পার চালকের
উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সঙ্গে ডাম্পারের সংস্পর্শে বিদ্যুত পিষ্ট হয়ে মৃত্যু হলো ডাম্পার চালকের। ঘটনাটি আজ বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বীরভূমের নলহাটির পাথর শিল্পাঞ্চলের নসিপুরে। মৃত চালকের নাম আসাদুল মল্লিক। তার বাড়ি বর্ধমান জেলার মন্তেশর থানার কুসুমগ্রামে। আজ তিনি বীরভূমের নলহাটি পাথর শিল্পাঞ্চলের নসিপুরে ডাম্পারে পাথর লোড করছিলেন ,সেই সময় ডাম্পারের ছাদের সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শ হয় যার ফলে আগুন লেগে যায় ডাম্পারে।