চোলাই মদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বান্দোয়ানের রোলাডি, ধবনি, মধুপুর, চিরূগোড়া, চিলা ,কাশবহাল সহ একাধিক এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। অভিযান চালিয়ে ২২০ লিটার চোলাই মদ , ১৮৫০ লিটার মদ তৈরি করার উপকরণের পাশাপাশি ৬টি ড্রাম বাজেয়াপ্ত করেছে দফতর।