বান্দোয়ান: বান্দোয়ানের রোলাডি, ধবনি, মধুপুর সহ একাধিক এলাকায় আবগারির অভিযান
চোলাই মদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বান্দোয়ানের রোলাডি, ধবনি, মধুপুর, চিরূগোড়া, চিলা ,কাশবহাল সহ একাধিক এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। অভিযান চালিয়ে ২২০ লিটার চোলাই মদ , ১৮৫০ লিটার মদ তৈরি করার উপকরণের পাশাপাশি ৬টি ড্রাম বাজেয়াপ্ত করেছে দফতর।