বিনপুর ২: বেলপাহাড়ী তথা সমগ্র ছোটোনাগপুর অঞ্চল জুড়ে জোর কদমে চলছে বাঁদনা পরবের প্রস্তুতি
বেলপাহাড়ী তথা সমগ্র ছোটোনাগপুর অঞ্চল জুড়ে জোর কদমে চলছে বাঁদনা পরবের প্রস্তুতি। বাঁদনা পরবকে সামনে রেখে ঘর সাজানো, দুয়ারে মাটি দেওয়া, দেওয়ালে মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে। জানা গেছে কার্তিক মাসের আদিবাসী, মূলনিবাসী, কৃষিজীবী সমাজের কাছে বছরের সবচেয়ে বড় পরব এটি। এছাড়াও বাঁদনা পরবে নিজেদের গবাদী পশুদের বিশেষ কৃতজ্ঞতা জানান কৃষিজীবী আদিবাসী, মূলনিবাসী মানুষ। সোমবার কালীপুজোর দিন থেকে এই পরবে মেতে ওঠেন বেলপাহাড়ী তথা সমগ্র ছোটোনাগপুর অঞ্চলের মানুষ।