রতুয়া ২: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু পথচারীর,আশঙ্কাজনক আরো দুই,মির্জাতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা টোটোর পেছনে প্রাইভেট গাড়ির ধাক্কা
Ratua 2, Maldah | Sep 21, 2025 রাস্তার একপাশের দাঁড়িয়ে থাকা টোটোর পেছনের সজনে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির। ঘটনায় আশঙ্কাজনক দুইজনকে মালদা মেডিকেল কলেজে হাসপাতলে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ ব্লকের মির্জাতপুর এলাকায়।টোটোটি যান্ত্রিক সমস্যার কারণে রাস্তার পাশেই ঠিক করা হচ্ছিল।পুখুরিয়া দিক থেকে আসা একটি চার চাকার প্রাইভেট কার টোটোটিকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় পথচারী শেখ কালাম নামে ব্যক্তির।আশঙ্কা জনক দুই যুবক।