পুরুলিয়া জেলার রেলশহর আদ্রায় আজ বুধবার মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপনে এগিয়ে এলো রেল প্রশাসন।আজ বুধবার দুপুর প্রায় ২ টো নাগাদ আদ্রা DRM অফিসের সামনে থাকা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরী ও আদ্রা ডিভিশনের DRM সুমিত নারুলা সহ আদ্রা ডিভিশনের রেল প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।