পূর্বস্থলী ২: বড়গছির কাছে গাড়ি স্টিয়ারিং লক হয়ে গিয়ে রাস্তার ধারে খালে উল্টালো ওষুধ ভর্তি গাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা চালকের
কলকাতা থেকে ওষুধ ভর্তি গাড়ি নিয়ে কাটোয়া হসপিটালে যাবার পথে, পূর্বস্থলী দু'নম্বর ব্লকের বড়গাছি মোড়ের কাছে গাড়ির স্টিয়ারিং লক হয়ে গিয়ে বিপত্তি। অল্পের জন্য প্রাণে বাজলেন গাড়ি চালক। এরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি খালে উল্টে যায়। গাড়িতে থাকা চালক শুভাশিস ভট্টাচার্যের অল্প আঘাত হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ঘটনার ফলে হাজির হয় পূর্বস্থলী থানার পুলিশ।