বরাবাজার: অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মানসিক ভারসাম্যহীন এর শিকার হবে যুবসমাজ, বরাবাজার থেকে বললেন ব্রতচারী সোসাইটির ট্রেজারার
অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, কানে ব্লুটুথ লাগিয়ে গান শোনা এবং ছবি বা ভিডিও দেখার যে কুফল রয়েছে সেই কুফল সম্পর্কে রবিবার বিকেলে বরাবাজার থেকে জনসাধারণকে সচেতন করতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচেতনতার বার্তা শোনালেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ব্রতচারী সোসাইটির ট্রেজারার আদিত্য মাহান্তি, তিনি বলেন, মোবাইলের রেডিয়েশন এর ফলে হার্ট কিডনি থেকে আরও ভয়ানক রোগ বাসা বাঁধবে শরীরে, অতিরিক্ত ব্যবহারের ফলে একসময় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে যুবক-যুবতীরা।