বরাবাজার: বরাবাজার উপর পাড়ার দোকানে ঢুকে পড়ে বিষধর সাপ, স্থানীয় যুবক সেটিকে উদ্ধার করে সুগনিবাসার জঙ্গলে ছাড়ে
বরাবাজার উপর পাড়ার জল ট্যাংকির সামনের একটি দোকানে ঢুকে পড়ে বিষধর গোখরো সাপ। সাপটি দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা বুধবার দুপুর নাগাদ। বনদপ্তরে খবর দেওয়ার পরেও তাদের আসতে দেরি হওয়ায় স্থানীয় দুই যুবক মিলে চিমটি দিয়ে বিষধর সাপটিকে উদ্ধার করে। পরে বরাবাজার শহর সংলগ্ন সুগনি বাসার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।