পুরুলিয়া ২: ধবঘাটা পঞ্চপাড়া দুর্গা পুজোর এবারের থিম জঙ্গল ও পাহাড় থেকে পূজো মণ্ডপে মানুষের ভিড়।
পুরুলিয়ার ধবঘাটা পঞ্চ পাড়ার দুর্গা পুজোর এবারের থিম পাহাড় জঙ্গল। ষষ্ঠীর রাত থেকেই পুজো মণ্ডপে মানুষের ভিড়। প্রতিবছর এই পুজো ঘিরে উৎসাহ দেখা যায় বহু মানুষের