পুরুলিয়া ২: ডাকাতদের কাজে বাধা দেওয়াই কাটা গিয়েছিল মা কালীর নাক আর তখন থেকেই মা পুজিতা হয়ে আসছেন নাককাটা কালী রূপে
ডাকাতদের কাজে বাধা দেওয়াই কাটা গিয়েছিল মা কালীর নাক। আর তখন থেকেই মা পুজিতা হয়ে আসছেন নাককাটা কালী রূপে।জেলা পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু পুরানো মন্দির। পুরুলিয়া ৭ নং ওয়ার্ডে অবস্থিত দুলমি-নডিহার চিড়াবাড়ি নাককাটা কালী তার অন্যতম। প্রায় ২০০ বছর থেকে মা এখানে পুজিত হয়ে আসছেন।