হাঁসখালি: বেআইনি ভাবে জুয়ার আসর চালানো ও জুয়া খেলার অভিযোগ,হাসখালি থেকে গ্রেফতার 4 জুয়ারীকে জামিনে মুক্তি দিলো রানাঘাট আদালত
বেআইনি ভাবে জুয়ার আসর চালানো ও জুয়া খেলার অভিযোগ,হাসখালি থেকে গ্রেফতার 4 জুয়ারীকে জামিনে মুক্তি দিলো রানাঘাট আদালত। সূত্রের খবর, রবিবার রাতে হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় বগুলা বাজার এলাকার একটি পরিত্যক্ত দোকান ঘরে চলছে জুয়ার আসর। আর এর পরই হাসখালি পুলিশ অভিযান চালিয়ে 4 জন জুয়ারীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 13 হাজার 500 টাকা। সোমবার হাসখালি পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাদের জামিনে মুক্তি দিয়েছেন।