পুরসাতে এমএলএ কাপের ফাইনালে অভিনেত্রী সৌমি ঘোষ গলসির পুরসাতে গত ৮ই ডিসেম্বর আটটি দলকে নিয়ে শুরু হয় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একত্রিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফাইনালে ওঠে বরজোড়া গড়বেতা এস কে এস এবং কোটা সুমন্ত একাদশ। খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে বরজোড়া। প্রথমার্ধের ৪ মিনিটের মাথায় দেব কিস্কুর গোলে এগিয়ে যায় তারা।