বুধবার রাতে মেখলিগঞ্জ বিধানসভার মেখলিগঞ্জ ২ নং মণ্ডলের বিভিন্ন বুথ থেকে মোট ৩৬টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করলেন। ভোটবাড়ি ৮৯ নং বুথ থেকে ১১টি, নিজতরফ অঞ্চলের ৯৪ নং বুথ থেকে ১৫টি এবং বাগডোগরা ফুলকাডাবড়ী এলাকার ২০৩ নং বুথ থেকে ১০টি পরিবার দলবদল করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির ২ নং মন্ডলের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন ও নেতা জতুল বর্মন। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিমল রায় সহ অন্যান্য নেতৃত্বরা।