চুঁচুড়া-মগরা: উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আদি সপ্তগ্রাম রেলস্টেশনে গণসংগ্রহ
উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে গণসংগ্রহ। উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে এলো সাড়া ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। মগরা–দিগসুই–সপ্তগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ সকালে আদি সপ্তগ্রাম রেল স্টেশনে এক গণসংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে স্থানীয় মহিলারা, যুব সমাজ ও সাধারণ যাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।