খড়গপুর ১: খড়গপুর মহকুমা হাসপাতাল চত্বরজুড়ে বিষাক্ত পার্থেনিয়াম, সুস্থ হতে এসে অসুস্থ হয়ে ফেরার উপক্রম, হুঁশ নেই কর্তৃপক্ষের
খড়গপুর মহাকুমা হাসপাতাল বা খড়্গপুরের চাঁদমারি হাসপাতালের অবস্থা বেহাল। হাসপাতাল চত্বরজুড়ে যত্রতত্র গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়াম। এই পার্থেনিয়াম একপ্রকার আগাছা যা মানুষের শ্বাসকষ্ট, হাঁপানির মতো কঠিন রোগ ডেকে আনে। অর্থাৎ হাসপাতাল চত্বর একপ্রকার আগাছা আবর্জনার আঁতুড় ঘর হয়ে উঠেছে। হাসপাতালে আগত রোগীর পরীজনদের দাবি, রোগীকে সুস্থ করতে এসে অসুস্থ হয়ে বাড়ি ফেরার উপক্রম এই খড়গপুর মহকুমা হাসপাতাল । উদাসীন খড়গপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।