মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: লালবাগ আমানিগঞ্জ শ্মশান ঘাটে জলকাদার দুর্বিষহ পরিস্থিতি, ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে দুপুর তিনটে নাগাদ সেই ছবি ধরা পড়ে
হিন্দু ধর্মাবলম্বীদের শেষ যাত্রার পরিণতি ঘটে শ্মশান ঘাটে। সেই শেষ বিদায়ের সময় আত্মীয়স্বজন, পরিজন ও বন্ধুরা উপস্থিত থাকেন। কিন্তু লালবাগ আমানিগঞ্জ মহকুমা শ্মশান ঘাটের বর্তমান চিত্র এতটাই করুণ যে, শ্মশানে আসা মানুষজনের মতে—“যদি কেউ দুর্ঘটনায় আহত হন, তাকেও হয়তো চুল্লিতে তুলতে হবে।” শ্মশানের ভিতরে রয়েছে পৌরসভার জল সরবরাহের ট্যাঙ্ক ও পাম্প মেশিন। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে ট্যাঙ্কারে জল পাঠানোর জন্য যে বিশেষ কল রয়েছে, সেটিই দীর্ঘ কয়েক মাস ধরে বিকল। এর ফলে