পৌষ সংক্রান্তির দিন পৌষ মেলা অনুষ্ঠিত হবে। তার আগে থানা এলাকার মেলা কমিটিদের নিয়ে রবিবার শান্তি বৈঠক করল আড়শা থানার পুলিশ। ছিলেন আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকেরা। আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায় বলেন- মেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পৌষ মেলার কমিটির সদস্যদের নিয়ে আলোচনা হয়েছে।