খানাকুল ১: খানাকুল ও আরামবাগে কালী মায়ের দর্শনে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না
খানাকুল ও আরামবাগে কালী মায়ের দর্শনে এলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।জানা যায়,এদিন রাতে প্রথমে তিনি খানাকুল থানায় উপস্থিত হয়।ঠাকুর দর্শন করার পাশাপাশি থানার পুলিশ অধিকারিকদের সাথে সৌজন্য বিনিময় করেন।পরে সেখান থেকে আরামবাগ পৌঁছান।আরামবাগ হাই স্কুল মাঠে অগ্রণী সংঘের পুজোয় তিনি সামিল হন।সেখানেও মায়ের দর্শন করার পাশাপাশি ক্লাব সদস্য ও দলীয় জনপ্রতিনিধিদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।শুধুমাত্র মায়ের দর্শন করতে মন্ত্রীর দুই জায়গায় আগমন বলে জানা যায়।