রাজারহাট: SIR আতঙ্কে আত্মহত্যা! নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়ায় টোটোচালকের ঝুলন্ত দেহ উদ্ধার
SIR (সিঙ্গল আইডেন্টিটি রেজিস্ট্রেশন)–এর আতঙ্কে আত্মহত্যার অভিযোগে উত্তাল গারুলিয়া। বুধবার নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোদলা ট্যাঙ্ক রোডের নিত্যানন্দপল্লিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্থানীয় যুবক সুমন মজুমদারের দেহ। ৩২ বছরের ওই যুবক পেশায় ছিলেন টোটোচালক।