শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির শেওড়াফুলিতে বৈদ্যবাটি শেওড়াফুলি শহর INTTUC-র উদ্যোগে শিশুদের ঘুড়ি ও লাটাই বিতরণ
মঙ্গলবার হুগলির শেওড়াফুলিতে শিশুদের ঘুরি ও লাটাই বিতরণ। বৈদ্যবাটি শেওড়াফুলি শহর INTTUC-র সভাপতি মোহাম্মদ মনজুর এর পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন সিআইসি মেম্বার নমিতা মাহাতো এবং শহর INTTUC-র অন্যান্য নেতৃত্ববৃন্দ, কর্মী ও সমর্থকরা।