তেলিয়ামুড়া: মুঙ্গিয়াকামি বাজার এলাকায় তিপ্রামথা দলের সুপ্রিমো দেখা করে কর্মীদের সঙ্গে এবং কথাবার্তা বলে
শনিবার বিকাল আনুমানিক ৪:৩০ মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী বাজার এলাকায় তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন আসেন এবং কথা বলে তিপ্রামথা দলের কর্মীদের সঙ্গে। উপস্থিত ছিলেন ইএম কমল কলইসহ মুঙ্গিয়াকামি এলাকার তিপ্রামথা দলের নেতৃত্ব ও কর্মীরা।