চাঁচল ১: দীপন্বিতা অমাবস্যায় চাঁচল সদরের রঙিন ক্লাবে শ্যামা পুজোর সূচনা, থিমে মরুর রাজ্য ‘রঙ্গিলা রাজস্থান’
আজ সোমবার সাতটা নাগাদ দীপন্বিতা অমাবস্যার সন্ধ্যায় চাঁচল সদরের রঙিন ক্লাবের শ্যামা পুজোর সূচনা হল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর সূচনা করেন ভারত সেবাশ্রমের চাঁচল শাখার সভাপতি স্বামী ঋতমানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন,মালদহ জেলাপরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন ও চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা সহ অন্যান্যরা। পঞ্চম তম বর্ষে রঙিন ক্লাবের পুজোয় এবারের থিম রঙ্গিলা রাজস্থান। মরু রাজ্য রাজস্থানের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে