নানুর: হনুমান কে বাঁচাতে দিদি কে বলো তে ফোন! তারপরেও হলো না শেষ রক্ষা, নানুরের উচকরণ অঞ্চলে ঘটলো এমনই এক ঘটনা
গাছ থেকে পড়ে আহত হনুমানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও হলনা শেষ রক্ষা।সকাল থেকে বনদপ্তরে বারবার ফোন করেও মেলেনি কোন সাড়া এমনটাই অভিযোগ নানুরের উচকরন গ্রামবাসীদের।গত রাতে উচকরনের চৌধুরী পাড়ার একটি গাছ থেকে পড়ে যায় পূর্ণবয়স্ক হনুমানটি।আহত অবস্থায় সারারাত সেখানেই কাতরাতে থাকে সে।আজ সকাল পর্যন্ত হনুমান টি কে বাঁচানোর চেষ্টা করে ও হলো না আর শেষ রক্ষা।যা নিয়ে রীতিমতো কাঁন্নায় ভেঙে পড়েন এলাকাবাসীরা।পাশাপাশি বনদপ্তরের উপর ক্ষোভ প্রকাশ করতেও দে।