পলাশীপাড়া বিধানসভার পলাশীপাড়া পঞ্চায়েতের বাউর গ্রামে খালের উপর সাটিখালি ব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের। ব্রিজ না থাকায় বছর ভোর সমস্যার সম্মুখীন হতে হতো এলাকার মানুষকে। অবশেষে সেই দাবি পূর্ণ হতে চলেছে বিধায়ক মানিক ভট্টাচার্যের উদ্যোগে নির্মিত হতে চলেছে সাটিখালি ব্রিজ। দিন কয়েক আগেই শুরু হয়েছে কাজ। রবিবার MLA মানিক ভট্টাচার্য পরিদর্শন করলেন।