শালবনি: শালবনি থানার উদ্যোগে কালীপূজা উপলক্ষে প্রায় ৫০০০ মানুষকে নরনারায়ণ সেবা, থানার ic নিজ হাতে খিচুড়ি বিতরণ করলেন
শালবনী থানা গ্রামরক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত শ্যামা মায়ের পূজা উপলক্ষে নরনারায়ণ সেবা অনুষ্ঠানে ৫০০০ বেশী মানুষ সেবা গ্রহণ করেন , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, শালবনী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারীক রোমান মন্ডল , শালবনী থানার ভারপ্রাপ্ত আধিকারীক তথা থানার ic সৌরভ ঘোষ ও শালবনী গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি রানী পাল সহ অন্যান্যরা।