বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল দুটি সারমেয় শাবক মায়ের, উত্তেজিত জনতা বাস আটকে দেখালো বিক্ষোভ, নদীয়ার চাকদহ থানার অন্তর্গত চাকদা আইসমালী বিদ্যাসাগর একাডেমী স্কুলের সামনে চাকদা বিষ্ণুপুর গাংনাপুর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে বলে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিট নাগাদ দুটি সারমেয় মা তাঁর সদ্যজাত ছটি বাচ্ছা শাবককে নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল, সেই সময় হঠাৎই গাংনাপুর থেকে চাকদা গামী একটি বাস এসে মা শাবক দুটিকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থানেই