কুলতলি: কুলতলীর মৎস্যজীবীদের উপরে বনদপ্তরের অত্যাচারের প্রতিবাদে ধর্না অবস্থান দশম দিনে পড়ল
দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরাম ও গুড়গুড়িয়া ভুবনেশ্বরী তালের ডোঙ্গা মৎস্যজীবী সমিতির ব্যবস্থাপনায় ভুবনেশ্বরীতে অবস্থান ধর্না-আজ দশম দিনে পড়লো।মূলত কুলতলী বনদপ্তর সুন্দরবনে মাছ কাঁকড়া ধরা মৎস্যজীবীদের উপরে অত্যাচার চালাচ্ছে এমনই অভিযোগ তুলে এই ধর্না মৎস্যজীবীদের।