হাড়োয়া: বইমেলা উপলক্ষে হাড়োয়া সার্কাস ময়দানে প্রস্তুতি সভার আয়োজন
বইমেলা উপলক্ষে সোমবার দুপুর দুটো নাগাদ হাড়োয়া ব্লকের হাড়োয়া সার্কাস ময়দানে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা।আগামী ১৬ জানুয়ারি থেকে হাড়োয়া ব্লকের হাড়োয়া সার্কাস ময়দানে শুরু হচ্ছে চতুর্থ বর্ষ বইমেলা, চলবে জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত।মেলা খোলা থাকবে বিকেল তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বইমেলার প্রধান উদ্যোক্তা আব্দুল খালেক মোল্লা,ফরিদ জমাদার সহ অন্যান্যরা।