নলহাটি ১: সত্য সাই বাবা শতবর্ষ উদযাপনের নলহাটি শহরে রথের গাড়ি পরিদর্শন করলেন ভক্তরা
আজ বৃহস্পতিবার ১২ ই জুন বেলা বারোটা নাগাদ নলহাটি বাস স্ট্যান্ড সংলগ্ন সন্তোষী মায়ের মন্দিরের পাশে শ্রী সত্য সাই বাবা র রথ নলহাটি শহরে উপস্থিত। স্থানীয় সূত্রে জানা গেছে সত্য সাই বাবার শতবর্ষ আবির্ভাব উপলক্ষে এই রথযাত্রা। নলহাটি এলাকার শ্রী সত্য সাই বাবার ভক্তরা রথ দেখার সুযোগ পেয়ে আনন্দিত।