ব্যারাকপুর ২: আইএনটিটিইউসি টিটাগড় কেলভিন ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা
বর্তমান সময়ে পড়াশোনার চাপে শিশুদের শৈশব কার্যত হারিয়ে যেতে বসেছে সেই শৈশব ফিরিয়ে দিতে আইএনটিটিইউসি টিটাগড় কেলভিন জুট মিল ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা এই দিনের অঙ্কন প্রতিযোগিতায় উদ্যোক্তা ও প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন টিটাগড় শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম শর্মা টিটাগড় শহর আইএনটিটিইউসি তথা টিটাগড় পৌরসভার পৌরপিতা সভাপতি বিষ্ণু সিং, আইএনটিটিইউসি নেতা তারকেশ্বর সিং সহ অন্যান্য আইএনটিটিইউসি নেতৃত্ব ও কর্মীরা এই দিনের অঙ্